Wednesday, September 11, 2024
দেশ

বিজেপি বিশ্বাস করে অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত: বিজয় রুপানি

গান্ধীনগর: গুজরাট বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, বিজেপি সরকার বিশ্বাস করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত। পাশাপাশি, কৃষিকাজ ও কর্মসংস্থানের উন্নতির জন্য বিজেপি সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বক্তৃতা শেষে রাজ্যপাল ও পি কোহলিকেও ধন্যবাদ জানান।

কবিতার ছন্দে বিজয় রুপানি বলেন, অযোধ্যা মে রাম-যুবাও কা কাম, কিষাণো কো সহি দাম, মেহঙ্গি পর লগাম, হটা দো ভ্রষ্টাচারি বদনাম (অযোধ্যায় রাম মন্দির হবে, যুবকরা কাজ পাবেন, কৃষকরা ফসলের দাম পাবেন, মূল্যবৃদ্ধিতে রাশ টানা হবে)।

বিজয় রুপানি এদিন দাবি করেন, বেশ কয়েকটি মাপকাঠিতে গুজরাট দেশের নম্বর ১ রাজ্য। এর মধ্যে রয়েছে দুধ ও বাদাম উৎপাদন এবং রপ্তানি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৯৫-৯৬ সালে কংগ্রেস আমলে রাজ্যের বাজেটের আয়তন ছিল ১০,৮৭৩ কোটি টাকা। বিজেপি শাসনকালে ১৭ গুণ বেড়ে তা হয়েছে ১,৮৩,৬৬৬ কোটি টাকা।

প্রসঙ্গত, বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। লোকসভা নির্বাচন আসন্ন। তার আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ করা নিয়ে সুর চড়াতে শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।