আমরা হিন্দু বলে কি এখানে মুসলমানদের থাকতে দেব না: মমতা
বর্ধমান: ভারত আমাদের মাতৃভূমি। আমরা দুর্গাপুজো, কালীপুজো করি। আমাদের মুসলিম ভাইয়েরা কি আমাদের কালীপুজো, দুর্গাপুজোতে আসেন না? আমরা হিন্দু বলে কি আমাদের এখানে মুসলমানদের থাকতে দেব না? বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এক সমাবেশে হিন্দুত্ববাদী বিজেপির বিভাজনের রাজনীতির সমালোচনা করে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দিল্লির সরকারে থাকলে, জনতার সবকিছু লুট করে নেয়। তৃণমূল নেত্রী বলেন, বিজেপি মাঝেমাঝে মাথায় ফেট্টি বেঁধে এসে এক হাতে ঝাণ্ডা ও অন্য হাতে ডাণ্ডা নিয়ে এসে গুণ্ডামি করে। এরাই আবার যখন দিল্লির সরকারে থাকে, জনতার সবকিছু লুট করে নেয়। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যায় না। হিন্দুত্ববাদী বিজেপির বিভাজনের রাজনীতির সমালোচনা করে মমতা বলেন, আমি নিজেও হিন্দু কিন্তু আমি বিজেপির মতো হিন্দু নই।
#Countdown 50 days to go for the rally of all rallies. 19 January 2019. The Brigade Parade Ground mega in #Kolkata to sound the death knell of the BJP govt at the Centre. To pave the way for a much-needed change for the better of our great nation pic.twitter.com/WVKCXlDENB
— All India Trinamool Congress (@AITCofficial) 30 November 2018
মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ত্রিশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় বাস করে এটা মনে রাখতে হবে। ওদের রমজানে আমরা যেমন যাই তেমন ওরা আমাদের দুর্গাপুজোতেও আসে। আমি যদি ছটপুজো উপলক্ষে গঙ্গা মায়ের পুজো করি তাহলে রমজানের রোজার উপবাসও পালন করি- এসব কিছুর পার্থক্য কোথায়? আমি সর্ব ধর্মকে সমান ভাবে পছন্দ করি।
মমতা বলেন, সমাজ যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে কি হবে? হিন্দু-মুসলিমের মধ্যে, পাঞ্জাবী-ঈসায়ীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ভাই ভাই ঝগড়া করবে। তাহলে কি হবে? শুধু রক্ত ঝরবে, অশ্রু ঝরবে তাছাড়া কিছু হবে না। সেজন্য জীবনে সফল হতে গেলে একতা, সম্প্রীতি, ভালোবাসা বজায় রাখতে হবে।