Saturday, July 27, 2024
রাজ্য​

‘আমরা মানবিক’, ২৮ দিন পর SSC অনশনমঞ্চে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: অনশনের ২৮ দিনের মাথায়, বুধবার সরাসরি এসএসসি অনশনকারীদের সঙ্গে দেখা করতে মেয়ো রোডে অনশনস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তাঁর সঙ্গে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, আপনাদের সমস্ত দাবিদাওয়া সহানুভূতি দিয়ে বিবেচনা করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এখন আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। এখন কোনও প্রতিশ্রুতি দিতে পারব না। তবে আমরা মানবিক। আমরা চেষ্টা করব, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করার।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের হাত-পা বাঁধা এখন। আবেদন করব, বিশ্বাস করুন আমাদের। নিজেদের মধ্যে কথা বলুন। অনশন তুলে নিন। আমাকে করবার সুযোগ দিন। তিনি আরও বলেন, সরকারি কমিটিতে থাকবেন অনশনকারীদের পাঁচজন প্রতিনিধিও। জুনের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সেই কমিটি।

উল্লেখ্য, মেয়ো রোডে অনশনে শামিল প্রায় ৪০০ জন চাকরিপ্রার্থী। বুধবার ২৮ দিনে পড়েছে এসএসসি চাকরিপ্রার্থীদের এই অনশন।