Saturday, July 27, 2024
রাজ্য​

শিক্ষকদের বাড়ির কাছে বদলির সুবিধার্থে ‘উৎসশ্রী’ প্রকল্প চালু রাজ্যের

কলকাতা: এবার শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে নয়া প্রকল্প ‘উৎসশ্রী’ (UtsaShree Scheme) চালু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, শিক্ষকদের জন্য উৎসশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। নয়া প্রকল্পের মাধ্যমে নিজ জেলায় বা বাড়ির কাছাকাছি বদলি হতে পারবেন।

এই প্রকল্পটি চালু করার কারণ হলো যেসব শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় স্কুল করতে যান অনেক সময় তাঁদের পরিবার থেকে তাদের আলাদা থাকতে হয়। তবে মমতা সরকারের নয়া এই প্রকল্পের মাধ্যমে তাঁরা চাইলে নিজেদের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির আবেদন করতে পারবেন।

তবে এই প্রকল্পটি কবে চালু হবে সে বিষয়ে এখনও কিছু বলেননি মুখ্যমন্ত্রী। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল বলে খবর। এবার সেই আবেদন খতিয়ে দেখতে প্রকল্প চালু করছে রাজ্য সরকার।

তিনি জানান, এবার থেকে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।  স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই উদ্যোগে খুশী শিক্ষক-শিক্ষিকারা।

মমতা জানান, শিক্ষা সব কিছুর উৎস। এবং সব কিছুর শ্রীবৃদ্ধি করে। তাই প্রকল্পের নাম ‘উৎসশ্রী’ দেওয়া হয়েছে।