Thursday, September 28, 2023
আন্তর্জাতিক

লাদেন-সংক্রান্ত গোপন ৪ লাখ ৭০ হাজার নথি প্রকাশ করেছে সিআইএ

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে অভিযান চালিয়ে হত্যার সময় ২০১১ সালে জব্দ করা চার লাখ ৭০ হাজারের কাছাকাছি নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

এ নিয়ে চতুর্থবারের মতো সিআইএ ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান-সংক্রান্ত নথি প্রকাশ করল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অ্যাবটাবাদে লাদেনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই নথিগুলো জব্দ করা হয়। নতুন প্রকাশিত এই নথিগুলোর মধ্যে লাদেনের ব্যক্তিগত ডায়েরি, অডিও-ভিডিও ফাইল রয়েছে। একটি ক্লিপে  প্রাপ্তবয়স্ক ছেলে হামজাকে বিন লাদেনের বিয়েতে দেখা যায়।

সিআইএর পক্ষ থেকে বলা হয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকির আশঙ্কায় এখনও কিছু নথি গোপন রাখা হয়েছে।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইএর পরিচালক মাইক পম্পিও জানান, নথি অনুযায়ী আল কায়েদা ও তার মিত্রদের সঙ্গে ইসলামিক স্টেট (অাইএস) এর কৌশলগত, মতবাদ ও ধর্মীয় মতবিরোধ রয়েছে।

নথি থেকে জানা যায়, অ্যাবোটাবাদে বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের সময় জব্দ করা কম্পিউটারে অন্যান্য নথির সঙ্গে হলিউডের চলচ্চিত্র, কার্টুন এবং বিন লাদেনের ওপর তিনটি প্রামাণ্যচিত্র পাওয়া যায়। এছাড়া হামযার বিয়ের ভিডিওতে তাকে একেবারে তরুণ অবস্থায় দেখা যায়।