Friday, April 19, 2024
দেশ

দূষণকারী এক পদার্থেই প্রাণ নিয়েছে ৫ লাখ ভারতীয়র

পিএম ২.৫ নামের পরিবেশদূষণকারী একটি পদার্থের কারণে ভারতে এক বছরে প্রাণ হারিয়েছে পাঁচ লাখ মানুষ। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়া পদার্থটি সহজেই মানুষের ফুসফুস ও রক্তে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে। এরপর ডেকে আনছে মৃত্যু।

যুক্তরাজ্যে স্বাস্থ্যবিষক বিখ্যাত সাময়িকী ল্যানসেটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ল্যানসেটের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, পিএম ২.৫ সাধারণত কঠিন জ্বালানি (সলিড ফিউয়েল)। পোড়া ধোঁয়া থেকে তৈরি হয় এটি। এরপর বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। খুব সহজেই মানুষের ফুসফুস ও রক্তে প্রবেশ করে। এক পর্যায়ে ডেকে আনছে মৃত্যু।

ইন্টারন্যাশনাল এলায়েন্স ফর ক্লিন কুকস্টোভ এর প্রধান নির্বাহী বলেন, ‘ ভারতে ৬০ থেকে ৬৫ শতাংশ বাসা-বাড়িতে এখনো রান্নার কাজে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এসব জ্বালানি থেকে সৃষ্ট ওই দূষণকারী (পদার্থ) শুধু নারীদের নয়, ক্ষতি করছে বাসার শিশু এবং পুরুষদেরও।’

রান্নার কাজে ব্যবহৃত কঠিন জ্বালানির পরই পিএম ২.৫-এর অন্যতম উৎস বিভিন্ন কলকারখানা, কয়লা বিদ্যুৎকেন্দ্র ও যানবাহন থেকে উৎপাদিত কালো ধোঁয়া।

এর আগে আন্তর্জাতিক সমীক্ষায় জানা যায়, ভারতের দূষণে প্রতি এক মিনিটে মারা যায় ৫ জন করে। দূষণে মৃত্যুর ঘটনায় বিশ্বের মধ্যে ভারতই প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন।