Wednesday, September 11, 2024
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকাতে ব্রিকস সম্মেলনের মাঝে মোদীকে রাখি পরালেন ‘বোন’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সেখানে রাখি পরালেন দক্ষিণ আফ্রিকায় বসাবসরত ভারতীয় বংশোদ্ভূত মহিলারা।

দুই ভারতীয় বংশোদ্ভূত মহিলা মোদীকে রাখি পরান। তাঁরা হলেন আরতী নানকচাঁদ সানন্দা এবং ডঃ সরেস পদ্যাচি। আরতী হলেন দক্ষিণ আফ্রিকার আর্য্য সমাজের সভাপতি এবং সরেস পদ্যচি একজন লেখিকা।

আরতী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী আমাদের কাছে বাবার মতো। এখানে তাঁর উপস্থিতি আমাদের আশ্বস্ত করে আমরা এখানে থাকার যোগ্য। প্রধানমন্ত্রী মোদী বিশ্বকে ‘বসুধৈব কুটুম্বকম’ – এক পৃথিবী, এক পরিবার হিসেবে দেখেন। বেদ থেকে শিক্ষা নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় বড় পরিবর্তন আনতে চলেছেন।’ 


সরেস বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী মোদীজিকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি অনেক ক্ষেত্রে পরিবর্তনের জন্য বিরাট অবদান রেখেছেন। শুধুমাত্র ভারত নয়, দক্ষিণ আফ্রিকাও এই সব পরিবর্তনে উপকৃত হবে।’