ছত্তিশগড়ে প্রথম দফায় ভোটদানের হার ৭০%
রায়পুর: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় কড়া নিরাপত্তার মাধ্যমে শেষ হল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। মাও অধ্যুষিত এলাকা হওয়া স্বত্ত্বেও ভোট পড়েছে ৭০%। হামলার ভয় এড়িয়েই বুথে গিয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। ১০টি আসনে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বাকি ৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয় ৮টা থেকে।
মাও হামলার জেরে যাতে ব্যাঘাত না ঘটে নির্বাচন প্রক্রিয়ায়। সে জন্য নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৩৯৬টি। মোতায়েন করা হয়েছিল ১ লাখ নিরাপত্তাকর্মী। কিন্তু তা স্বত্ত্বেও নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি জেলা। তবে কেউ হতাহত হয়নি। ভোটারদের নির্বাচনকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি।
Over 70 percent voter turnout recorded in the first phase of assembly elections held today across 18 constituencies spread over 8 districts in Chhattisgarh: EC#ChhattisgarhElections #ChattisgarhElections pic.twitter.com/yokfXb0Yrn
— Doordarshan News (@DDNewsLive) 12 November 2018
ভোট দিতে আসেন ১০০ বছর বয়সি এক বৃদ্ধা। মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। কাঙ্কেরেতেও ভোট পড়েছে ৬২%, কোঁড়াগাঁওতে ৬১.৪৭%, কেশকালে ৬৩.৫১%, বস্তারে ভোট পড়েছে ৫৮%, খৈড়াগড় ৬০.৫%, দনগড়গড় ৬৪%, এবং খুজ্জিতে ভোট পড়েছে ৬৫.৫%।