Thursday, September 19, 2024
দেশ

ছত্তিশগড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের সহ সভাপতি ঘনরাম সাহু

রায়পুর: ছত্তিশগড়ের প্রথম দফার ভোট শুরুর ঘণ্টাখানেক আগে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাগহেলের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে ইস্তফা দিলেন দলের সহ সভাপতি ঘনরাম সাহু। পদত্যাগ পত্রে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও, ভোটের আগে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এদিন তিনি বিজেপি সভাপতি অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন।

ঘনরাম সাহু তাঁর পদত্যাগপত্রে দাবি করেছেন, তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। রাজ্য কংগ্রেসের সভাপতি তাঁকে দল থেকে তাড়ানোর চেষ্টা করছেন। সেই কারণে নিজেই সহ সভাপতির পদ ত্যাগ করে দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলের জন্য তিনি যা যা করেছেন, তার তালিকাও চিঠির সঙ্গে দিয়েছেন।

সাহুর অভিযোগ, রাজ্য সভাপতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছেন। তিনি জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুদিন ধরে আমাকে দল থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছিলেন। তাই আমি নিজে থেকেই রাজ্য সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলাম। দলের সদস্যপদও ছেড়ে দিলাম।

রাজনৈতিক মহলের একাংশর মতে, ভোটের আগে ছত্রিশগড়ের হেভিওয়েট কংগ্রেস নেতার এইভাবে দলত্যাগ নিঃসন্দেহে হাত শিবিরের কাছে অস্বস্তির কারণ। এখন সেই বিদায়ী নেতার দলবদলের অস্বস্তিকে কাটিয়ে কতটা এই ছত্রিশগড়ে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে কংগ্রেস এখন দেখার।

প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ঘর ভাঙল কংগ্রেসের। এর আগে ১৩ অক্টোবর রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি রাম দয়াল বিজেপিতে যোগদান করেন।