গত এক বছরে ২৫টি জায়গার নাম বদলের অনুমোদন দিয়েছে কেন্দ্র
নয়াদিল্লি: গত এক বছরে দেশের ২৫টি শহর ও গ্রামের নাম বদলের অনুমোদন দিয়েছে কেন্দ্র। মুঘলসরাই স্টেশনে নাম বদলে দীন দয়াল উপাধ্যায় স্টেশন রাখা হয়েছে, এলাহাবাদ শহরের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ, ফৈজাবাদ জেলা হয়েছে অযোধ্যা। নাম বদলের অপেক্ষায় ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের বাংলা নামের প্রস্তাবটি। এখনও পর্যন্ত এই নামবদলের প্রস্তাব কেন্দ্রের কাছে আসেনি।
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রি হয়েছে রাজমহেন্দ্রভরম, ওড়িশার ভদ্রকের আউটার হুইলার হয়েছে এপিজে আবদুল কালাম আইল্যান্ড, কেরলের মালাপ্পুরা জেলার আরিক্কোড় হয়েছে আরিকোড়, হরিয়ানার জিন্দের পিন্ডারী হয়েছে পাণ্ডু পিন্ডারা, নাগাল্যান্ডের কিফিরে জেলার সামফুর হয়েছে সানফুরে।
মহারাষ্ট্রের সাংলি জেলার লাঙ্গেওয়াড়ির নাম বদলে নরসিংগাঁও, রোহতকের গড়ি সাম্পলাকে চৌধুরী ছোটুরাম নগর, রাজস্থানের ছোটি খাটু কালানকে বড়ি খাটু, মধ্যপ্রদেশে মিহগাওনকে মিহগাওন টিলিয়া, সুকতারাল খাদারকে সুকতীর্থ খাদার করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে নাগাল্যান্ডের কাচারিগাঁওকে ফেভিমা করার প্রস্তাব কেন্দ্র নাকচ করেছে।
প্রসঙ্গত, রেলমন্ত্রক, ডাক-তার বিভাগ এবং সার্ভে অফিসের ছাড়পত্র পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রক জায়গার নাম বদলাতে পারে। এছাড়াও আহমেদাবাদ, মুজফফরনগর, হায়দরাবাদ সহ বেশকিছু জায়গার নাম বদলের দাবি করা হয়েছে বিজেপির তরফে।