Wednesday, April 17, 2024
দেশ

আধার কার্ড লিঙ্ক করা না থাকলেও মিলবে রেশন, নয়া নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: আধার কার্ড লিঙ্ক না করা থাকায় বাতিল হয়ে গিয়েছিল রেশন কার্ড ৷ এর জেরে সম্প্রতি ঝাড়খণ্ডে রেশন না পেয়ে অনাহারে মৃত্যু হয় ১১ বছরের কিশোরীর ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠে দেশজুড়ে৷ এরপরই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল, কারও আধার কার্ড না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারকে রেশন থেকে বঞ্চিত করে রাখা যাবে না। এই নির্দেশ অমান্য করলে শাস্তিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তবে যাদের আধার কার্ড নেই ৷ তাদের আধার বানাতে হবে এবং পরে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। বুধবার অবশ্য সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৮ করা হয়েছে ৷