Saturday, July 27, 2024
Latestরাজ্য​

কেন্দ্র এনআরসি চালু করতে চাইলে মমতা কিছুই করতে পারবেন না: কৈলাস বিজয়বর্গীয়

কলকাতা: অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনও এনআরসি হবে না। কোনও ভাগাভাগি করতে দেব না। তাঁর কথায়, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের পাহারাদার।

অন্যদিকে বাংলায় এনআরসি চালু করবে বলে ঘোষণা দিয়েছে বিজেপি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নন। এনআরসি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। উনি অত চিন্তিত কেন? কেন্দ্রীয় সরকার বাংলায় এনআরসি লাগু করতে চাইলে উনি কিছুই করতে পারবেন না।


পাশাপাশি, দুই ২৪ পরগনায় রাজ্যপাল জগদীশ ধনকরের বৈঠক বাতিলকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওরা সংবিধান মানে না। রাজ্যের রাজ্যপালের যদি অনুমতি নিতে হয়, তবে তা মমতার আইনে সম্ভব, দেশের আইনে নয়।