Monday, June 16, 2025
Latestদেশ

‘ভারত নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তাধারা অভিনব’, মোদীর সঙ্গে সাক্ষাতের পর বললেন নোবেলজয়ী অভিজিৎ

নয়াদিল্লি: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমি সম্মানিত। প্রধানমন্ত্রীর ভাবনা-চিন্তা বেশ অভিনব। নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী আমাকে অনেকখানি সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

মঙ্গলবার সকালে ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেই অনেকক্ষণ কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত অভিজিতের কীর্তিতে গর্বিত। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।


অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাবনা ভাগ করে নিয়েছেন তাঁর সঙ্গে। বিভিন্ন নীতি গ্রহণের পিছনে নরেন্দ্র মোদীর কি ভাবনা ছিল তা জানিয়েছেন। যা তাঁর মতে বেশ অভিনব।


সাক্ষাতে মোদী অভিজিৎকে জানিয়েছেন, এতদিন সরকারকে সাধারণ মানুষ অবিশ্বাসের চোখেই দেখেছে। যার সুযোগ নিয়ে এতদিন সরকার নিয়ন্ত্রণ করত সমাজের উচ্চ শ্রেণীর মানুষই।

মোদী জানান, তিনি কীভাবে সেই অবস্থাটার পরিবর্তন করতে চাইছেন। আমলাতন্ত্রের হাত থেকে সরকারকে মুক্ত করতে চাইছেন। সরকারকে আরও বেশি করে সংবেদনশীল করে তুলতে চাইছেন। সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বলেন, এই বিষয়টা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এমন একটি সরকার গড়ে তুলতে হবে, যারা সাধারণ মানুষের মধ্যে থাকবে, সাধারণ মানুষের জীবনের ছবিটা কেমন, তা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখবে। তা না হলে সংবেদনশিলতাহীন সরকারই রাজ করবে।