Thursday, June 19, 2025
Latestদেশ

দুইয়ের বেশি সন্তান হলে সরকারি চাকরি নয়, নয়া নিয়ম বিজেপি শাসিত অসমে

গুয়াহাটি: ‘হাম দো, হামারে দো!’ পরিবার পরিকল্পনার এই স্লোগানকেই সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার। অসম মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, একটি পরিবারে ২ জনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম।

খসড়া আগেই প্রকাশ করা হয়েছিল, সোমবার থেকে এটি আইন আকারে পাস করল অসম সরকার। ফলে এখন যে সমস্ত সরকারি কর্মচারীদের ২ সন্তান রয়েছে তাঁদেরও সরকারি চাকরি টিকিয়ে রাখতে হলে এই বিষয়ে যত্নবান হতে হবে।

অসমের শিল্পমন্ত্রী চন্দ্র মোহন পটোওয়ারি বলেন, সোমবার আমাদের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২ সন্তান নীতি না মানলে সরকারি চাকরি মিলবে না।


জনসংখ্যা নিয়ন্ত্রণে নয়া নীতিতে অসম সরকার জানিয়েছে, ২টির বেশি সন্তান থাকলে আর মিলবে না সরকারি চাকরি। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ছোট পরিবার নীতি অনুসারে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২ জনের বেশি বাচ্চা রয়েছে এমন পরিবারগুলি আর সরকারি চাকরি পাবে না।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বরে অসম বিধানসভায় ‘অসমের জনসংখ্যা ও নারীদের ক্ষমতায়ন নীতি’ পাস করা হয়। ওই নীতিতে স্পষ্ট উল্লেখ করা হয়, ২ টি সন্তান রয়েছে এমন চাকরিপ্রার্থীরাই কেবলমাত্র সরকারি কর্মসংস্থানের যোগ্য হতে পারবেন। যার ফলে ইতিমধ্যেই সরকারি চাকরি করেন তাঁদের বিশেষ ভাবে মাথায় রাখতে হবে যে ২ জনের বেশি সন্তান তাঁরা নিতে পারবেন না।