Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সমস্যা সমাধানে গোপনে কূটনৈতিক স্তরে আলোচনা করতে চায় কানাডা: ট্রুডো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি ইস্যুতে আরও কড়া পদক্ষেপ ভারতের। ৪১ জন কানাডিয়ান কূটনৈতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। এরপরেই সুর আরও নরম করলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো (Justin Trudeau)

জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতের সঙ্গে সমস্যা বাড়াতে চায় না কানাডা সরকার। সেই জন্য গোপনভাবে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে তার সরকারের প্রতিনিধিরা।’

ট্রুডো বলেন, ‘আমরা অশান্তি বাড়াতে চাই না। আমি আগেও বলেছি, এই কঠিন সময়ে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।’

কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত। ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই আমরা। গোপনেই ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে। আমরা মনে করি, এই ধরনের আলোচনা গোপনভাবে হলে ভালো হয়।’ রয়টার্স