Monday, December 11, 2023
আন্তর্জাতিক

এবার বাংলাদেশের ঝিনাইদহে দুর্গা প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে একের পর এক দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে আসছে। ফ‌রিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নড়াইলের প‌র এবার ঝিনাইদ‌হ। ঝিনাইদহ সদরের একটি মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোমবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে ঝিনাইদ‌হ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ৫টি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেছে দৃর্বৃত্তরা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন।

ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার কুণ্ডু জানিয়েছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র ২০ দিন বাকি। মন্দিরের পাশে প্রতিমা তৈরির কাজ হচ্ছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাত জেগে পাহারাও দিচ্ছে। তবে গত রাতে তারা খেতে গেলে সেই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হয়।’

ওসি মুহম্মদ সোহেল জানান, ‘এই মন্দিরে খবর খানেক আগেই প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করাও হয়েছিল। তবে কোনও সুরাহা হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেছেন, ‘পুলিশ সুপার, ক্রাইম সিন ইনভেস্টিগেশন সেল, পিবিআই, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে পাহারা থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলছে। শ্রীঘ্রই জড়িতদের গ্রেফতার করা হবে।’ N TV