Thursday, December 5, 2024
কলকাতা

রামনবমীতে মিছিলের অনুমতি হাইকোর্টের, রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাওড়াতে রামনবমীতে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই রায় দেয়। 

বিচারপতি সাফ জানান, ‘রাজ্য পুলিশের যদি পর্যাপ্ত বাহিনী না থাকে তাহলে রাম নবমীর মিছিল নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে রাজ্য। শোভাযাত্রার ২৪ ঘণ্টা আগে কেন্দ্রের চাইতে হবে।’

উল্লেখ্য, গতবছর হাওড়াতে রাম নবমীর মিছিলে অশান্তি হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় যে যে জায়গায় অশান্তি হয়েছিল সে সমস্ত রুট বদলের দাবি জানান। 

এ প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে সামাল দিতে হবে।’ 

অশান্তি হতে পারে বলে হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর শোভাযাত্রা নিয়ে আপত্তি জানায় রাজ্য। মামলা গড়ায় হাইকোর্ট অবধি। শেষমেষ সোমবার মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।