Thursday, December 12, 2024
দেশ

সুপ্রিম কোর্টেও মিললো না স্বস্তি, আপাতত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না অরবিন্দ কেজরিওয়ালের। শীর্ষ আদালত দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। যার ফলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাকে।

কেজরিওয়ালের গ্রেফতার বেআইনি আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি করা হয়েছিল। তবে তা প্রত্যাহার করল শীর্ষ আদালত।

আগামী ২৭ এপ্রিল ইডিকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিল।

আদালত জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ‘মূল চক্রী’ হিসেবে তুলে ধরেছে ইডি। বারবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তদন্তে অসহযোগিতার করেন কেজরিওয়াল। তাই তার গ্রেফতারি বেআইনি নয়। আপাতত তাকে ২৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে।