বাংলায় CAA হবেই, সাম্প্রদায়িক মমতা দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে: শুভেন্দু অধিকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সংখ্যালঘুদের উপর আঘাত আসলে আমরাই প্রথম প্রতিবাদ করি এবং শেষপর্যন্ত লড়াই করি। NRC ইস্যুতে আপনারা দেখেছেন, বাংলায় আমি কিন্তু করতে দিইনি। কখনও করতেও দেব না।’
এ প্রসঙ্গে এবার মমতাকে পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ‘তোষণবাজ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। উনি নাকি বাংলায় NRC আটকেছেন। NRC কবে হলো? CAA আইন পাশ হয়েছে। আর CAA আইনে কাউকে তাড়ানোর কথা বলা হয়নি। যেসমস্ত অমুসলিম নাগরিক ধর্মীয় কারণে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বাংলায় সিএএ কার্যকর হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, আর লুচির মতো ফুলবেন।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় ইমাম মোয়াজ্জেমদের ডেকে মিথ্যা কথা বলছেন। উনি নাকি NRC রুখে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক। উনি বিভাজনের রাজনীতি করেন।