মোদীকে রাখি পরাতে দিল্লিতে হাজির ‘পাকিস্তানি বোন’, গত ৩০ বছর ধরে নমোকে রাখি পরাচ্ছেন কামার মহসিন শেখ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৩০ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরিয়ে আসছেন কামার মহসিন শেখ। জন্মসূত্রে পাকিস্তানের মেয়ে তিনি। তবে বিবাহসূত্রে পাকিস্তান থেকে ভারতের বাসিন্দা কামার মহসিন শেখ। এখন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। নরেন্দ্র মোদী যখন আরএসএস করতেন তখন থেকেই তাকে রাখি পরিয়ে আসছেন কামার মহসিন শেখ। আজ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী।
প্রতি বছরের মতো এবছরও মোদীকে রাখি পরাবেন কামার মহসিন শেখ। জানা গেছে, এবার তিনি নিজে হাতেই ভাই মোদীর জন্য রাখি বানিয়েছেন। পাশাপাশি, ভাইকে উপহার দেবেন কৃষি বিষয়ক একটি বই।
#WATCH | Ahmedabad, Gujarat: Qamar Mohsin Shaikh, PM Narendra Modi’s rakhi sister says, “This time I have made the ‘Rakhi’ myself. I will also gift him (PM Modi) a book on agriculture as he is fond of reading. For the last 2-3 years I was unable to go due to Covid but this time I… pic.twitter.com/BMbbNrRyOP
— ANI (@ANI) August 22, 2023
গত ২ বছর অতিমারি করোনার জন্য তিনি আহমেদাবাদ থেকে দিল্লিতে মোদী দাদাকে রাখি পরাতে আসতে পারেননি। এ বছর তাই রাখির আগেই দিল্লিতে হাজির মোদীর পাকিস্তানি বোন। নিজের হাতে লাল রঙের রাখি তৈরি করেছেন তিনি। সিঁদুরের রং লাল, শক্তির উৎস লাল। তাই দাদা নরেন্দ্র মোদীর জন্য লাল রঙের রাখি তিনি তৈরি করেছেন তিনি।