উত্তরাখণ্ডের বাগেশ্বরে কংগ্রেস প্রার্থীকে ২৪০৫ ভোটে পরাজিত করলেন বিজেপির পার্বতী দাস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হলো। ধূপগুড়িতে বিধানসভা ভোটে জেতা আসন, এবার হাতছাড়া হল গেরুয়া শিবিরের। উত্তরপ্রদেশে হারলো বিজেপি। কেরলে বিজেপির জামানত জব্দ হয়েছে। উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। ত্রিপুরায় দুটি আসনেই জয় পেয়েছে বিজেপি।
ঊদিন উত্তরাখণ্ডের বাগেশ্বরে গণনার শুরুতে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার। তবে শেষ অবধি ২৪০৫ ভোটের ব্যবধানে জিতে যান বিজেপি প্রার্থী পার্বতী দাস।
বিধানসভা নির্বাচনে বাগেশ্বর কেন্দ্রে ১২ হাজার ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী চন্দন রাম দাস। তাঁর মৃত্যুতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।