দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। ঋষি সুনাক দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন যেখানে বিশ্ব নেতারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করছেন।
উল্লেখ্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনাকের প্রথম ভারত সফর। তার অক্ষরধাম মন্দির দর্শনকে কেন্দ্র করে মন্দিরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার সাতসকালে ভারী বৃষ্টির মধ্যেই মন্দিরে পুজো দিতে হাজির হন সুনাক-অক্ষতা। মন্দিরের প্রধান জানিয়েছেন, খালি পায়েই মন্দিরে প্রবেশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক ঘণ্টা কাটান মন্দিরে।
বলে রাখি, ভারতে পা রেখেই নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে জানান ঋষি। মন্দির দর্শনের ইচ্ছেও প্রকাশ করেন। সেইমতো রবিবার মন্দিরে পুজো দিলেন ঋষি সুনাক।