Friday, October 11, 2024
আন্তর্জাতিক

জিভ কপালে তুলে গিনেস বুকে জায়গা করে নিলেন বাসচালক!

কাঠমান্ডু: জিভ কপালে! এটা কি সম্ভব? আজ্ঞে হ্যাঁ! এমন অসম্ভবকে সম্ভব করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন নেপালের স্কুল বাসচালক ইয়াগ্য বাহাদুর কোতোয়াল। ৩৫ বছর বয়সী কোতোয়াল তাঁর জিহ্বা দিয়ে কপাল স্পর্শ করে ফেলতে পারেন। আবার জিভ নিচের প্রসারিত হয়ে একেবারে গলার অনেকখানিই ঢুকিয়ে ফেলেন।

কোতোয়াল দাবি করেছেন, তাঁর রয়েছে পৃথিবীর দীর্ঘতম জিহ্বা যা দিয়ে কপাল স্পর্শ করা যায়। পঞ্চ ইন্দ্রিয়ের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি দিয়ে নিচের ঠোঁট থেকে শুরু করে ভ্রু পর্যন্ত ঢেকে কপাল ছোঁয়া যায় বলে দাবি করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে কোতোয়াল এখন স্থানীয় সেলিব্রেটি। তাঁর এই দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর এক বন্ধু।

তবে কোতোয়ালকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তিনি তার অস্বাভাবিক দক্ষতা প্রদর্শন না করেন। কারণ এতে শিক্ষার্থীরা ভয় পাচ্ছে। এ প্রসঙ্গে কোতোয়াল বলেন, শিশুরা কখনো আমার কাছে আসতে চায় না। তাদের কেউ কেউ ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। এমনকি প্রাপ্তবয়স্করাও জ্ঞান হারায় আমার দক্ষতা দেখে।

কোতোয়াল বলেন, যদি আমি কোনো হরোর মুভিতে কাজ করতে পারতাম, তাহলে অন্য কলাকুশলিদের মতো আমার মেকআপের প্রয়োজন হতো না, মানুষ এমনিতেই ভয় পেত।