Jharkhand jwellery shops: ঝাড়খণ্ডে গয়নার দোকানে মুখ ঢেকে প্রবেশে নিষেধাজ্ঞা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ ঢেকে সোনার গয়নার দোকানে ঢোকা যাবে না, এমনই নির্দেশিকা জারি করলো ঝাড়খণ্ড। বিহার, উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ডেও গয়নার দোকানগুলিতে মুখ ঢেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জুয়েলার্স সংগঠনগুলি।
প্রস্তাবিত নির্দেশিকা অনুযায়ী, সোনা, রুপো ও অন্যান্য মূল্যবান গয়নার দোকানে হিজাব, বোরকা, নিকাব, ওড়না, মুখোশ বা হেলমেট পরে প্রবেশ করা যাবে না। কেনাকাটার সময় গ্রাহকদের সম্পূর্ণ মুখ দৃশ্যমান রাখতে হবে। চুরি, ডাকাতি ও জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
Sudarshan News Impact-
झारखंड के ज्वैलरी शॉप पर बैन होगा बुर्का, हिजाब या नकाब,
चेहरा ढंक कर आने वाला कथित ग्राहक माना जाएगा संदिग्ध,
बोकारो रेंज के पुलिस उपमहानिरीक्षक IPS आनंद प्रकाश की दो टूक,
बिहार में दुकानदारों की पहल पर पहले से ही लगा हुआ है प्रतिबंध,
सुदर्शन न्यूज़… pic.twitter.com/pihWvLYqE0— Sudarshan News (@SudarshanNewsTV) January 13, 2026
রাঁচির সোনা ও রুপো ব্যবসায়ী সমিতির সভাপতি জিতেন্দ্র ভার্মা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, ‘সাম্প্রতিক সময়ে সোনা ও রুপোর দামের লাগাতার ঊর্ধ্বগতির ফলে গয়নার দোকানগুলিকে লক্ষ্য করে অপরাধের ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রেই মুখ ঢাকা অবস্থায় অপরাধ সংঘটিত করে দুষ্কৃতীরা সহজেই পালিয়ে যাচ্ছে, যার ফলে শনাক্তকরণ কঠিন হয়ে পড়ছে। সেই কারণেই মুখ ঢেকে দোকানে প্রবেশ নিষিদ্ধ করা একটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।’
জিতেন্দ্র ভার্মা জানান, ‘অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশন (AIJGF) নিরাপত্তাজনিত কারণেই এই নির্দেশিকা জারি করেছে। চলতি বছরের ৮ জানুয়ারি থেকে বিহারে এই নিয়ম সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে ঝাড়খণ্ডও।’
রাঁচি সহ রাজ্যের বিভিন্ন জেলার জুয়েলার্স সংগঠনগুলির সঙ্গে শীঘ্রই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং রাজ্য জুড়ে নিয়মটি বাধ্যতামূলকভাবে কার্যকর করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।


