Thursday, December 12, 2024
দেশ

আমেরিকার থেকে ৭২,৪০০টি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

নয়াদিল্লি: সেনার শক্তিবৃদ্ধি করতে এবার আমেরিকার থেকে ৭২ হাজার ৪০০টি অত্যাধুনিক অ্যাটল্ট রাইফেল কিনছে ভারত। দুই দেশের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অত্যাধুনিক রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও একাধিক ইউরোপিয়ান দেশ ব্যবহার করে। সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাইফেল কেনার বিষয়ে চুক্তি করেছে। আনুমানিক ৭০০ কোটি টাকার বিনিময়ে ৭২,৪০০ টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত।

ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে। তবে তার পরিবর্তে এবার জওয়ানদের দেওয়া হবে ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের অ্যাসল্ট রাইফেল। সেনা সূত্রে খবর, প্রাথমিকভাবে ৩ হাজার ৬০০ কিমি বিস্ত‌ৃত চিন সীমান্তে মোতায়েন জওয়ানরাই এই অ্যাসল্ট রাইফেল ব্যহার করবেন। সেনার হাতে তুলে দেওয়া হবে ৬৮ হাজার রাইফেল। বায়ুসেনাকে দেওয়া হবে ৪ হাজার রাইফেল। বাকি রাইফেলগুলো দেওয়া হবে নৌবাহিনীর হাতে।

এই রাইফেলটি প্রচণ্ড শক্তিশালী ও যুদ্ধক্ষেত্রে সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়। এই মুহূর্তে বায়ুসেনা, নৌসেনা ও স্থলসেনা মিলিয়ে প্রায় ৮ লাখ ১৬ হাজার অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন। তবে আপাতত ৭২,৪০০টি রাইফেল কেনার ব্য়বস্থাই করা হয়েছে।