Sunday, October 6, 2024
দেশ

‘কংগ্রেসের কোনও কর্মী কখনও প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবতে পেরেছেন?’

আহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদে ‘মেরা পরিবার বিজেপি পরিবার’ শীর্ষক প্রচারে গিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আরও একবার গান্ধী পরিবারকে নিশানা করলেন। বিজেপি সভাপতি বলেন, কংগ্রেসে প্রধানমন্ত্রী পদ তো ‘জন্মসূত্রে’ একটি পরিবারের জন্যই সংরক্ষিত।

অমিত শাহর কটাক্ষ, কংগ্রেসের কোনও কর্মী কখনও প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবতে পর্যন্ত পেরেছেন ? অমিত শাহ জানান, বিজেপিতে তাঁর মতো সাধারণ একজন বুথ কর্মী দলের সভাপতি পদে পৌঁছে যেতে পারেন, একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারেন।

প্রিয়াঙ্কা গান্ধীর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদানকেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘ভাই’ রাহুল গান্ধী বিবাহিত নন তাই এখন ‘বোন’ প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দিয়েছেন।

পাশাপাশি, উত্তরপ্রদেশে বিজেপি ভালো ফল করবে বলে আত্মবিশ্বাসী অমিত শাহ। তাঁর দাবি, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্য থেকে ৭৪ টির বেশি আসন পাবে বিজেপি।