Thursday, January 16, 2025
রাজ্য​

শেষ হল না আজও, বুধবার রাজীব কুমারকে ফের জেরা করবে CBI

শিলং: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামীকাল, বুধবার ফের জেরার জন্য ডাকল সিবিআই। এ যেন শেষ হয়েও হইল না শেষ। রাজীব কুমারকের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব যেন হয়েই চলেছে। মঙ্গলবারও যার শেষ হল না। বুধবার জেরা করার জন্য ফের ডাকা হয়েছে তাকে।

আজ, মঙ্গলবার বেশ কয়েকঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় রাজীব কুমারকে। এরই মধ্যে মাংকি ক্যাপ পরা একজনের সিবিআই অফিসে ঢোকা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

উল্লেখ্য, শনিবার শিলংয়ে রাজীব কুমারকে আট ঘণ্টা জেরা করে সিবিআই। রবিবার তাঁকে ফের ১২ ঘণ্টা জেরা করা হয়। সোমবার তাঁকে কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। মঙ্গলবারও বেশ কয়েকঘন্টা তাকে জেরা করে সিবিআই।

সূত্রের খবর, টানা চারদিন জিজ্ঞাসাবাদের পরও সিবিআই এখনও সন্তুষ্ট নয়। তাই বুধবার ফের ডাকা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে।