Thursday, September 19, 2024
কলকাতা

কলকাতা বইমেলায় ২১ কোটি টাকার বই বিক্রি

কলকাতা: গত ৩১ জানুয়ারি ঘণ্টা বাজিয়ে শুরু হয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। সোমবার রাত ৯টায় ঘণ্টা বাজিয়ে শেষ হলো কলকাতা বইমেলা। শেষ দিনে দেওয়া হয় বইমেলায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার। পুরস্কার তুলে দেন ভারতে নিযুক্ত গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল গুয়াতেমালা।

বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পরিচালক শুধাংশু শেখর দে বলেন, এবারের বইমেলা গতবারের তুলনায় একদিন কম হলেও বিক্রি বেড়েছে। বইমেলার দিনগুলোতে আবহাওয়া ছিল ভালো। এবারের বইমেলায় বেড়েছে দর্শক সংখ্যা। এবার বই বিক্রি হয়েছে ২১ কোটি ২ লাখ টাকার। আর বইমেলা দেখতে এসেছিল ২৩ লাখ মানুষ। তিনি আরও বলেন, আগামী বছরের বইমেলার থিম কান্ট্রি হচ্ছে রাশিয়া।

এবারের বইমেলায় নদীয়ার চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায়র একাই ২ লাখ ৭২ হাজার টাকার বই কিনে নতুন এক রেকর্ড গড়েছেন। তাঁকে বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে আয়োজক সংস্থা পুরস্কৃত করেন। তিনি বলেন, তাঁর বাড়ির ব্যক্তিগত লাইব্রেবীতে ১২ থেকে ১৪ হাজার বই রয়েছে। এবার তিনি নতুন বই দিয়ে তাঁর লাইব্রেরি সাজিয়ে তুলবেন।

প্রসঙ্গত, এবারের বইমেলায় যোগ দিয়েছে বাংলাদেশ, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চিন, ইরান, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনাসহ বিশ্বের ২১টি দেশ ও দেশের প্রকাশকেরা। এবার বইমেলায় সব মিলিয়ে ৮০০ স্টল হয়েছে। এর মধ্যে ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল।