বাংলাদেশে পুশব্যাক করা সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনতে হবে, কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে ‘পুশব্যাক করা’ নিয়ে কেন্দ্রের দাবি খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ দুই পরিবারের মোট ছ’জনকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।
কী ঘটেছিল?
সোনালি বিবি দীর্ঘদিন ধরে দিল্লির রোহিণীর ২৬ সেক্টরে স্বামী দানিশ শেখ ও আট বছরের পুত্রকে নিয়ে বসবাস করছিলেন। পরিবারের দাবি, গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। এরপরই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাংলাদেশের স্থানীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আদালতের পর্যবেক্ষণ
সোনালির আইনজীবীরা আদালতে জানান, তাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক। প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা ও ঠাকুরদার ভোটার কার্ড এবং আট বছরের সন্তানের জন্ম শংসাপত্র জমা করা হয়েছে। তাঁদের বক্তব্য, বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি বেআইনি।
কলকাতা হাইকোর্ট শুক্রবার জানায়, সোনালিদের বাংলাদেশে পাঠানো একেবারেই ভুল সিদ্ধান্ত। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য। এর জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।
দিল্লি পুলিশের অবস্থান
অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, সোনালিদের নাগরিকত্ব নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। এই মামলার শুনানি কলকাতায় নয়, দিল্লিতে হওয়া উচিত বলে তাঁদের বক্তব্য। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি।
পরিবারের স্বস্তি
সোনালির বাবা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। অবশেষে আদালতের নির্দেশে খানিকটা স্বস্তি মিলেছে তাঁদের পরিবারে। বিশেষত, ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশে পরিবার স্বস্তি প্রকাশ করেছে।