Saturday, July 27, 2024
দেশ

ভারতীয় সেনার সঙ্গে লড়তে এসো না, বার্তা বলিউডের

মুম্বাই: পুলওয়ামা হামলার জবাব দিল ভারতীয় সেনা। ঠিক ১২ দিনের মাথায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ২১ মিনিটে বায়ুসেনা হামলা, আর তাতেই ধ্বংস পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। আগেভাগে আঁচ পেয়েও জঙ্গি লঞ্চপ্যাড সরিয়ে নিয়েও শেষরক্ষা করতে পারেনি ইসলামাবাদ। আর ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাতকে কুর্ণিশ জানিয়েছে বলিউড।

অজয় দেবগন বলেছেন, ভারতীয় সেনার সঙ্গে লড়তে এসো না…। ভারতীয় সেনার সঙ্গে ঝামেলা করতে আসলে এইটাই একমাত্র পরিণতি। তাঁর টুইটে তিনি ট্যাগ করেছেন নরেন্দ্র মোদীকেও।

অক্ষয় কুমার এই মুহূর্তকে গর্বের মুহূর্ত বলে দাবি করেছেন। তিনি বায়ুসেনাকে এজন্য অভিনন্দন জানাবার পাশাপাশি পাকিস্তানে ঢুকে মারার বার্তা দিয়েছেন।

অভিনেতা রজনীকান্ত ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান এই সার্জিক্য়াল স্ট্রাইক ২ এর জন্য। পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানে হামলা চালানোর এই ঘটনা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত তিনি।

স্বরা ভাস্কর বলেন, ‘জয়হিন্দ’। ভারতীয় সেনাকে এই প্রত্যাঘাতের জন্য কুর্ণিশ জানাই।

অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি বলেন, এই হামলার মাধ্যমে আতঙ্কবাদীদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে ভারত।