পাকিস্তানের ভেতরে ঢুকে মারো: অক্ষয় কুমার
মুম্বাই: পুলওয়ামা হামলার জবাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালালো ভারতীয় বায়ু সেনা। ১২টি যুদ্ধবিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে জঙ্গিদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার এই মুহূর্তকে ভারতবাসীর গর্বের মুহূর্ত বলে দাবি করেছেন। তিনি বায়ুসেনাকে এজন্য অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানে ঢুকে মারার বার্তাও দিয়েছেন।
Proud of our #IndianAirForce fighters for destroying terror camps. अंदर घुस के मारो ! Quiet no more! #IndiaStrikesBack
— Akshay Kumar (@akshaykumar) 26 February 2019
এ হামলার কথা এক প্রকার স্বীকার করেছে পাকিস্তানের সেনা প্রধান। তিনি বলেন, পাক আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে।
পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সীমান্ত আইন লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে।