জ্ঞানবাপীর মতো মথুরার শাহি মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা করা হোক, সুপ্রিম কোর্টে আবেদন শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা করছে আর্কিওলজিক্যাল স্টাডি অফ ইন্ডিয়া (ASI)। এর মধ্যেই এবার দাবি উঠলো, মথুরার শাহি ঈদগাহ মসজিদেও (Shahi Idgah Mosque) বৈজ্ঞানিক সমীক্ষা করা হোক। সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়েছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট।
শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের দাবি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মভূমি চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। শাহি ঈদগাহ মসজিদে হিন্দুত্বের একাধিক প্রমাণ রয়েছে। তাই এএসআইয়ের মাধ্যমে শাহি ঈদগাহ মসজিদে ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করা হোক। এটা করলেই সত্য সামনে চলে আসবে।
উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালত মথুরার শাহি ঈদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। যদিও উচ্চ আদালত সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের তরফে বলা হয়, ‘শাহি ঈদগাহ মসজিদের প্রকৃত ধর্মীয় পরিচয় উদঘাটনের জন্য বৈজ্ঞানিক সমীক্ষা করা হোক।’
সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেছে। তবে শুনানির দিন-তারিখ জানা যায়নি। সুপ্রিম কোর্ট তরফে বলা হয়েছে, মামলার প্রকৃতি খতিয়ে দেখে বিষয়টি শীর্ষ আদালতের বিচারাধীন থাকবে কিনা, তা বিবেচনা করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে বিষয়টি নিয়ে মথুরার আদালতে আর্জি পেশ করা হয়েছিল। তবে সেই মামলার আশানুরূপ অগ্রগতি হয়নি। এই মামলাটি এখন এলাহাবাদ হাইকোর্টের বিচারাধীন। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্ট যাতে এলাহাবাদ হাইকোর্টকে মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সেই কারণেই সরাসরি শীর্ষ আদালতে আর্জি জানিয়েছে ট্রাস্ট। — India Today