Wednesday, April 23, 2025
কলকাতা

‘RG KAR হাসপাতালে ধর্ষণ করে খুনের পিছনে কোন ষড়যন্ত্র নেই তো? ওই মেডিক্যাল পড়ুয়া কিছু কি জানতে পেরেছিল যার জন্যই এই পরিণতি?’ প্রশ্ন তরুণজ্যোতির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবার বিস্ফোরক বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

টুইটে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, “R G KAR এর খুন এবং ধর্ষণের ঘটনাটা র পিছনে কোন ষড়যন্ত্র নেই তো? ডাক্তার বোনটি কিছু কি জানতে পেরেছিল যার জন্যই এই পরিণতি? 

আগেও একজন অভিযোগ করেছিল বলে তাকে রীতিমতো হুমকি দিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়।ঘটনাটার পিছনের ঘটনার তদন্ত হওয়া আরো বেশি প্রয়োজন। সন্দীপ ঘোষের বিষয়ে এবং ওই হাসপাতালে হওয়া একাধিক ঘটনা নিয়ে তদন্ত হওয়ার প্রয়োজন।

ACB WB এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর সব জানার পর কেন চুপ ছিল সেটা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন।”

বিজেপি নেতা ইউটিউবে এ প্রসঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন। সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়েছেন।