Wednesday, April 23, 2025
রাজ্য​

‘মদ্যপ অবস্থায় পর্ন দেখার পর উত্তেজনার বশে করে ফেলেছি, প্রমাণ লুকাতেই খুন!’, আরজি কর কান্ডে পুলিশি জেরায় জানালেন ধৃত সঞ্জয়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। প্রায় ৩ দিন ধরে পুলিশ তাকে জেরা করে চলেছে। পুলিশ সূত্রে খবর, জেরায় সঞ্জয় জানিয়েছে, উত্তেজনার বশেই এই কান্ড ঘটিয়েছে সে। ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে খুন করেছে। 

তদন্তকারীদের পাওয়া খবর অনুযায়ী, সঞ্জয়ের মোবাইল ভর্তি পর্ন ভিডিও। অভিশপ্ত রাতে মদ্যপ অবস্থায় পর্ন দেখার পর এই কাণ্ড ঘটায় সঞ্জয়। 

উল্লেখ্য, ঘটনার রাতে নাইট শিফটে ছিলেন ওই তরুণী চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, অনলাইনে খাবার অর্ডার দিয়ে খান ওই চিকিৎসক ও তার সহকর্মীরা। অলিম্পিক দেখেন। এরপর সেমিনার হলে ঘুমিয়ে পড়েন নির্যাতিতা চিকিৎসক। 

পুলিশ সূত্রে খবর, ভোররাতে ওই সেমিনার রুমে ঢোকেন অভিযুক্ত সঞ্জয়। তরুণীকে একা পেয়ে মুখ টিপে ধরেন। তরুণীর সঙ্গে ধস্তাধস্তির মাঝে সঞ্জয় ওই তরুণী চিকিৎসকের মাথা দেওয়ালে ঠুকে দেন। তাতে অচৈতন্য হয়ে পড়লে তরুণীর পোশাক খুলে ধর্ষণ করেন। তারপর প্রমাণ লুকাতে চিকিৎসককে খুন করেন সঞ্জয়।