Friday, April 19, 2024
কলকাতা

পুরভোটে বিজেপির ওয়ার্ড সংখ্যা ৭ থেকে কমে ৩, বামেদের থেকেও খারাপ ফল গেরুয়া শিবিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা পুরভোটে বিজেপি যে আহাম্মক ফল করবে না সে কথা জানাই ছিল! তবে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা বলছিল, কলকাতা পুরভোটে বিজেপি ১২-১৪টি ওয়ার্ডে জিততে পারে। কিন্তু মঙ্গলবার নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ভিন্ন চিত্র দেখা গেল। ১৪৪টি আসনের মধ্যে বিজেপি পেল মাত্র ৩টি আসন। অন্যদিকে, ১৩৪টি আসনে বিরাট জয় পেল তৃণমূল।

বিজেপির জিতেছে ৫০, ২২ এবং ২৩ ওয়ার্ডে। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সজল ঘোষ। ২২ নম্বর ওয়ার্ডে জিতেছেন মীনাদেবী পুরোহিত। ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজয় ওঝা। বিজেপি প্রার্থী সুনীতা ঝাওয়ার কড়া টক্কর দিয়েও শেষ পর্যন্ত হেরে গিয়েছেন।

গতবারের জেতা আসনেও হেরে গিয়েছে বিজেপি। বহু ওয়ার্ডে বামেদের থেকে পিছিয়ে তৃতীয় হয়েছে গেরুয়া শিবির। কলকাতা পুরভোটে বিজেপির ফল দেখে তথাগত রায়ের কথা মনে পড়ে যাচ্ছে। বিজেপির নিচু তলার কর্মীরা অখুশি, এই কথাটি সামনে উঠে আসছে।

একুশের বিধানসভা ভোটের পরে অনুষ্ঠিত হওয়া সবগুলি ভোটে ধস নেমেছে বিজেপির। একুশের ভোটে বিজেপি কলকাতায় ২৭ শতাংশ ভোট পেয়েছিল। ভবানীপুর উপনির্বাচনের পর তা কমে দাঁড়ায় ১৪ শতাংশে। কলকাতা পুরভোটে বিজেপি ভোট পেয়েছে ১০ শতাংশের নিচে।