Friday, April 19, 2024
কলকাতা

লাথি মেরে দরজা ভেঙে নিয়ে গিয়েছিল পুলিশ, ৫০ নম্বর ওয়ার্ডে জিতলেন বিজেপির সজল ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরভোটে ১৩৪টিতে জয় পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। ৫০, ২২ এবং ২৩ ওয়ার্ডে জয় পেয়েছে গেরুয়া শিবির। ৫০ নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ১,০৯৩ ভোটে জয়লাভ করেছেন তিনি।

উস্কানি দেওয়ার অভিযোগে গত ১২ আগস্ট সজলকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশের সময় চিৎকার করে সজল বলেছিলেন, তিনি সন্ত্রাসবাদী নন। প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সজলের স্ত্রী।

সজলের গ্রেফতারিও ছিল নাটকীয়তায় ভরা। বাড়ির বন্ধ দরজার ভিতর থেকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন সজল। পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

উল্লেখ্য, সজলের বাবা প্রদীপ ঘোষ এক সময় কংগ্রেসের প্রথমসারির নেতা ছিলেন। দল বদলে প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দেন প্রদীপ ঘোষ। একই পথে হেটে গত বিধানসভা নির্বাচনের আগে আগে সজলও যোগ দেন বিজেপিতে।