Monday, April 29, 2024
দেশ

‘অভিন্ন দেওয়ানি বিধি’ এবং ‘এক দেশ, এক ভোট’, সহ কী কী রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহার? দেখে নিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। তাতে বলা হয়েছে দেশের সকল ৭০ বছরের বেশি বয়স্কদের আয়ুষ্মান ভারতে আওতায় নিয়ে আসা হবে। এছাড়া ফ্রিতে রেশন, সস্তায় রান্নার গ্যাস, ওষুধের দামে ছাড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া অভিন্ন দেওয়ানি বিধি এবং ‘এক দেশ, এক ভোট’-এর মতো প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির ইস্তেহারে। 

এক নজরে ২০২৪ লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহার:

১. ২০২৪ সালের লোকসভা ভোটে জিতলে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে বিজেপি সরকার।

২. ফের ক্ষমতায় এলে ভারতে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করবে গেরুয়া শিবির।

৩. ৭০ বছরের উর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। সব আয়ের সীমার নাগরিকরই এই সুবিধা পাবেন। এছাড়া রূপান্তরিতদের আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে।

৪. ভোটে জিতলে আগামী ৫ বছরের জন্যে ফ্রি রেশন দেওয়া জারি রাখবে।

৫. সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভারতের কয়েক কোটি পরিবারের বিদ্যুতের বিল ‘শূন্য’ করে দেওয়া হবে।

৬. সস্তায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে।

৭. জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ হারে ছাড় দেওয়া হবে।

৮. আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার জন্য ১০ কোটি তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

৯. স্বনিধি যোজনায় ৫০ হাজার টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে।

১০. মুদ্রা যোজনাতেও ঋণের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হবে।

১১. দেশে তিনটি মডেলের বন্দে ভারত ট্রেন চলবে। উত্তর, পূর্ব এবং দক্ষিণ ভারতেও বুলেট ট্রেন চালু করা হবে।

১২. ক্ষমতায় এলে দেশে ন্যাচরাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে।

১৩. ভারতকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর জন্য শ্রীঅন্নের উপরে জোর দেওয়া হবে। এতে করে ২ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন।

১৪. মোদী ৩.০ সরকার ফিশারি ও স্টোরেজের উন্নয়ন করবে।

১৫. দেশে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প জারি থাকবে।

১৬. ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আরও ৩ কোটি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।

১৭. ২০২৫ সালে রাষ্ট্রীয় স্তরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হবে। 

১৮. তামিল ভাষাকে বিশ্ব স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচার করবে মোদী সরকার।