Saturday, July 27, 2024
Latestকলকাতা

নাগরিকত্ব আইনের সমর্থনে জে পি নাড্ডার নেতৃত্বে আজ কলকাতায় বিজেপির মহামিছিল

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শহরে মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার পালটা মিছিল করছে বিজেপিও। আজ, সোমবার শহরে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিল করবে বিজেপি।

মহামিছিল শেষে শ্যামবাজারে সভাও করবেন জে পি নাড্ডা। রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে বহু কর্মী-সমর্থক যোগদান করবেন এদিনের মিছিলে। নাগরিকত্ব আইনের সমর্থনে  কলকাতায় বড় মাপের মিছিল আজই প্রথম।

এদিনের মিছিলে প্রথমে থাকছেন জে পি নাড্ডা-সহ শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়রা। পরের সারিতে রাজ্য নেতৃত্ব ও সাংসদ-বিধায়করা। তারপর সেলিব্রিটিরা। মিছিলে দশটি ট্যাবলোও থাকছে।

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিরোধীদের দেশজুড়ে আন্দোলনের পাল্টা জনসম্পর্ক অভিযান কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। রবিবার দিল্লির রামলীলা ময়দানে জনসভার মধ্যে দিয়ে সেই কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, মঙ্গলবার বিজেপির মিছিল উত্তরবঙ্গে, শিলিগুড়িতে।