৪৩টি আসনে এগিয়ে জেএমএম-কংগ্রেস জোট, বিজেপি ২৭টিতে
রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট বিজেপির থেকে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে বিজেপি ২৭টি, জেএমএম ও কংগ্রেস জোট ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জন্য দরকার ৪১টি আসন। কংগ্রেস জানিয়েছে, হেমন্ত সোরেনই মহাজোটের মুখ্যমন্ত্রী।
২০১৯ লোকসভা ভোটে বিজেপি ১৪টি আসনের মধ্যে ১১টিতেই জয়লাভ করেছিল। বিজেপির জাতীয় মুখপাত্র বিজয় সোনকার শাস্ত্রী বলেছেন, আমরা আত্মবিশ্বাসী যে জনতা আমাদেরই জনাদেশ দেবে। তিনি আরও বলেন, বিজেপি সবসময়ই ছোট দলের সঙ্গে দাঁড়িয়েছে।
#JharkhandAssemblyElections : BJP leading on 27 seats, Congress-JMM-RJD alliance leading on 43 seats. https://t.co/cPeuZAUxCH
— ANI (@ANI) December 23, 2019
২০১৪ নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭টি আসন, তাঁদের জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন(AJSU) জিতেছিল ৫টি আসন। কংগ্রেস জিতেছিল ৬টি আসন। বিরোধী জোটের তরফে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক বিনোদ পাণ্ডে বলেন, মহাজোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। সাধারণ মানুষ বিজেপির ওপর হতাশ।
গত ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় ভোট সম্পন্ন হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ঝাড়খণ্ড বিধানসভা ভোটে পাঁচ দফায় সব মিলিয়ে মোট ৬৫.১৭ শতাংশ ভোট পড়েছে।