Thursday, June 19, 2025
Latestদেশ

নির্যাতিত শরণার্থীদের কাছে নরেন্দ্র মোদী কার্যত ভগবান: শিবরাজ চৌহান

ইন্দোর: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ঈশ্বর’-এর সঙ্গে তুলনা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ চৌহান। তাঁর কথায়, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কাছে নরেন্দ্র মোদী কার্যত ভগবান।

ইন্দোরে নাগরিকত্ব আইনের সমর্থনে জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত সিন্ধি ও পাঞ্জাবি সম্প্রদায়ের লোকজনের সামনে শিবরাজ চৌহান বলেন, ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীজি আপনাদের নতুন জীবন, মান-সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাই ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম যান না নরেন্দ্র মোদী। আপনারাই বলুন ঠিক বলছি কি না?

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী ইনকে লিয়ে ভগবান বন করে আয়ে হ্যায় জো প্রতারিত ঔর নরক কী জিন্দগি জি রহে থে। ভগবান নে জীবন দিয়া, মা নে জনম দিয়া, লেকিন নরেন্দ্র মোদিজি নে ফির সে জিন্দগি দি হ্যায়।

শিবরাজ চৌহান জানান, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না। ধর্ষণের শিকার হতেন তাঁরা। জোর করে নিকাহ করানো হতো। তাই মুখ্যমন্ত্রী থাকাকালীন ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও কখনও সেখান থেকে পালিয়ে আসা মানুষদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।

শিবরাজ চৌহান বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে, তবুও কিছু লোক এই আইনের বিরোধিতা করছেন। তাঁর মতে, নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করা উচিত নয়। বরং নরেন্দ্র মোদীজিকে এবং অমিত শাহজিকে অভিবাদন জানানো উচিত সকলের।