Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

লন্ডনে রেষ্টুরেন্টে খাবার নিতে হলে খুলতে হবে হিজাব!

যুক্তরাজ্যের লন্ডনে ম্যাকডোনাল্ড’সের একটি রেষ্টুরেন্টে এক মুসলিম নারীকে হিজাব পরার কারণে খাবার দেয়নি হোটেলের এক কর্মচারী।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, লন্ডনের ‘সেভেন সিস্টার রোড’এ ম্যাকডোনাল্ড’সের রেষ্টুরেন্টে শুক্রবার এ ঘটনাটি ঘটে। এ সময় একটি হিজাব পরিহিতা নারী খাবার চাইলে হোটেল কর্মচারী তাকে খাবার দিতে অস্বীকৃতি জানায়।

ম্যাকডোনাল্ডসে কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানায়, খাবার নিতে হলে অবশ্যই তাকে হিজাব খুলে ফেলতে হবে। আর যদি হিজাব না খুলেন তাহলে এখান থেকে যেতে পারেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় মহিলাটি বলেন, ‘আমার সাথে যা হয়েছে তা অপরাধ। আমি যুক্তরাজ্যে ১৯ বছর ধরে বসবাস করে আসছি। এই প্রথম আমাকে এরকম বৈষম্যের শিকার হতে হল। আমি খুব বিস্মিত, সত্যি অনেক বিস্মিত।’

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, কারও হিজাব পড়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। কোনো ধর্মের মানুষকে তাদের রেস্টুরেন্টে ঢোকার ব্যাপারেও নেই কোনো নিষেধাজ্ঞা। আমরা সকল ধর্মে বিশ্বাসী ব্যক্তিদের আমাদের রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাই।