বাংলায় বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে: অমিত শাহ
আমেদাবাদ: গুজরাটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপির উপর অত্যাচারের অভিযোগ তুললেন অমিত শাহ। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দলের এক কর্মসূচি থেকে এই অভিযোগ তোলেন।
অমিত শাহের দাবি, রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না, হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না।
बंगाल के अंदर जिस प्रकार से हमारे कार्यकर्ताओं पर अत्याचार हो रहा है, रैलियां नहीं करने दी जाती। ममता दीदी दबाने से हम नहीं दबते बल्कि भारतीय जनता पार्टी और निखार के आगे बढ़ती है: श्री @AmitShah #MeraParivarBhajapaParivar pic.twitter.com/IuR5LxK9Ym
— BJP (@BJP4India) 12 February 2019
তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। যত বাধা দেওয়া হবে, পশ্চিমবঙ্গে ততই বিজেপির উত্থান হবে। যার ফলাফল নির্বাচনী ময়দানে দেখা যাবে বলে বিজেপি সভাপতি আশাপ্রকাশ করেন। অমিত শাহের দাবি, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২৩টি আসনে জিতবে বিজেপি।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নতুন একটি কর্মসূচি নিয়েছে। যার নাম, #মেরাপরিবারভাজপাপরিবার। এই কর্মসূচিতে সারা দেশের ৫ কোটি বাড়িতে পদ্ম-পতাকা ও দলের প্রতীক সাঁটানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি।