Friday, November 15, 2024
আন্তর্জাতিক

চার সন্তান জন্ম দিলেই আজীবনের জন্য আয়কর মাফ

বুদাপেস্ট: চার সন্তান জন্ম দিলে আজীবনের জন্য আয়কর মাফ করা হবে বলে ঘোষণা দিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। অভিবাসীদের ওপর নির্ভর না করেই শিশু জন্মের হার বৃদ্ধির জন্য এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হাঙ্গেরির জনসংখ্যা প্রতিবছর ৩২ হাজার জন করে কমছে। ইউরোপীয় ইউনিয়নের গড় জন্মহারে দেশটির নারীরা কম সংখ্যক সন্তান জন্ম দিচ্ছেন।

নতুন কর্মসূচির আওতায় সরকার তরুণ দম্পতিদের ১ কোটি ফোরিন্ট বা ৩৬ হাজার ডলার সুদবিহীন ঋণের সুবিধা দেবে। এতে বলা হয় ওই দম্পতি তিনটি সন্তান নিলে তাদের এই ঋণও মওকুফ করা হবে।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘পশ্চিমাদের জন্য’ জন্মহার কমার সমাধান হচ্ছে অভিবাসী ঢুকতে দেয়া। প্রতিটা শিশু কমে যাওয়ার বদলে আরেকটাকে দেশে ঢুকতে দিলে সংখ্যাটা আগের মতোই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, কিন্তু, হাঙ্গেরিয়ানরা ভিন্নভাবে চিন্তা করে। আমরা সংখ্যা চাই না, আমাদের দরকার হাঙ্গেরীয় শিশু।