সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি বন্ধ করুন ‘রাহুল বাবা’, আক্রমণ অমিতের
লখনউ: মধ্যপ্রদেশে বিজেপির ‘বিজয় সংকল্প বাইক র্যালি’র অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিরোধীদের একহাত করে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, পাকিস্তান আনন্দ পায় এমন ভাষায় কথা বলছেন বিরোধীরা।
অমিত শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা ঘটনার তদন্ত চাইছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এই পরিপ্রেক্ষিতে অমিতের তোপ, সেনাকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, লজ্জা হওয়া উচিত আপনাদের।
রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন ‘রাহুল বাবা’ বলে। সেইসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন, এ বারে ফের দিল্লির তখতে বসছেন নরেন্দ্র মোদীই।
উল্লেখ্য, আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের অনেকেই প্রমাণ দাবি করেন। যদিও বায়ুসেনার তরফে অবশ্য বলা হয়েছে প্রমাণ আছে।