Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ভারতের প্রত্যাঘাতে LoC-তে নিহত ২ পাকিস্থানি সেনা

ইসলামাবাদ: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনা প্রবল গুলি-বোমা বর্ষণ শুরু করেছে। পাকিস্তানি গোলাবর্ষণের মোক্ষম জবাব দিল ভারতীয় সেনা। শনিবার ভারতের প্রত্যাঘাতে ২ পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে।

পাকসেনার দাবি, এদিন নাকিয়াল সেক্টরে তাদের দুই সেনা নিহত হয়েছেন। ভারতের গোলাবর্ষণে মারা গিয়েছেন দুই নাগরিকও। জখম হয়েছেন আরও ২ জন।

উল্লেখ্য, গত চার দিনে অন্তত ৬০বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও। জানা গেছে, মূলত সাধারণ নাগরিকদেরই টার্গেট করেছে পাক সেনা। মর্টার, ক্ষেপণাস্ত্র পড়ছে মিনিটে মিনিটে।

এদিন ২৪ বছর বয়সি রুবানা কোসার ও তাঁর ছেলে ফাজান (৫) ও ৯ বছরের কন্যা শবনমের মৃত্যু হয়েছে পাক বোমার আঘাতে। গুরুতর আহত রুবানার স্বামী মহম্মদ ইউনুস। সকালে পাক সেনার গুলিতে আহত হয়েছেন নাসিম আখতার নামে এক মহিলা।