Saturday, July 27, 2024
দেশ

পাকিস্তানের মর্টার শেলের আঘাতে দুই শিশুসহ নিহত ৩

শ্রীনগর: পাকিস্তানের সেনার ছোড়া মর্টার শেলের আঘাতে জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের পাশে অবস্থিত পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটির সালোত্রি গ্রামে প্রাণ হারাল দুই শিশু ও এক মহিলা। মৃত শিশুদের একজনের বয়স পাঁচ বছর, অপরজনের নয় মাস।

শুক্রবার রাতে পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনকে ফেরত আসার ঘণ্টা কয়েক পর গভীর রাতে সীমান্তে ব্যাপক গোলা বর্ষণের ঘটনা ঘটে। পাক বাহিনীর গোলাবর্ষণে রুবানা আক্তার নামের এক নারী তার দুই শিশু সন্তানসহ নিহত হয়েছেন। নিহত শিশু দুটির মধ্যে একজনের বয়স পাঁচ বছর, অপরজনের মাত্র নয় মাস।

গোলা বর্ষণের ঘটনায় নিহত রুবানা আক্তার নামের ২৪ বছর বয়সী ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গভীর রাতে বন্দুকের গুলি ও মর্টার বোমা ছোড়ে। পালটা জবাব দেয় ভারতও।

এদিকে, গতকাল সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। সংঘর্ষে ২ জঙ্গি খতম হয়। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী।