প্রথমে এলাকার রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সু-বন্দোবস্ত করতে চাই: চন্দনা বাউরি
কলকাতা: একুশের বিধানসভা ভোটে জয় লাভ করে বিধায়ক পদে শপথ নিলেন চন্দনা বাউরি। শপথ নিয়েই জানালেন, প্রথমে এলাকার রাস্তাঘাট তৈরি করতে চাই এবং যত দ্রুত সম্ভব পানীয় জলের সুব্যবস্থা করতে চাই। খুব সাধারণ ঘর থেকে উঠে আসা চন্দনা বাউরি বর্তমানে আলোচনায় উঠে এসেছেন।
বাঁকুড়ার শালতোড়া (Saltora Assembly) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স ছয় হাজার ৩৩৫ টাকা। বসবাস করেন টালির ছাউনির মাটির ঘরে, বাড়িতে বিদ্যুৎ নেই, শৌচাগারও নেই। সম্বল বলতে ৩টি গরু এবং ৩টি ছাগল।
বিধানসভায় শপথ নিতে গাড়ি ভাড়া করে সুদূর বাঁকুড়ার শালতোড়া থেকে কলকাতায় পৌঁছন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার মতো একজন গরিব মানুষকে টিকিট দিয়েছে বিজেপি, এটাই অনেক।
চন্দনা বলেন, একবার কলকাতায় আসতে অনেক খরচ। তাও এলাম। জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তাই আসতেই হবে। আগামী পাঁচ বছর এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চাই।