Saturday, July 27, 2024
রাজ্য​

বাংলায় অভাবনীয় উত্থান ঘটিয়ে ৮টি আসন পেতে পারে বিজেপি: সমীক্ষা

কলকাতা: ভোটের আগে প্রাক নির্বাচনী সমীক্ষা চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এবার ‘দ্য নিয়েলসেন’-এর সমীক্ষায় প্রাক নির্বাচনী সমীক্ষায় পশ্চিমবঙ্গের যা আভাস দেখা গেল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে যেতে পারে। সমীক্ষা দেখাচ্ছে, এরাজ্যে অভাবনীয় উত্থান ঘটিয়ে ৮টি আসন পেতে পারে বিজেপি।

‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৮টি আসনে জিততে পারে বিজেপি। অর্থাৎ, মোট ৬টি আসন লাভ করতে চলেছে বিজেপি। সেখানে গত ২০১৪ লোসকভা নির্বাচনে মধ্যে মাত্র ২টি আসনে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। অর্থাৎ, নতুন করে মোট ৬টি আসন লাভ করতে চলেছে কেন্দ্রের শাসক দল। শতাংশের বিচারে ৪০০ শতাংশ।

২০১৪ সালের নির্বাচনে বিজেপি জিতেছিল দার্জিলিং ও আসানসোল আসনটি। ‘দ্য নিয়েলসেন’-এর সমীক্ষা অনুযায়ী, এবারও এই দুই আসন নিজেদের দখলে রাখার সম্ভাবনা প্রবল।

সমীক্ষা অনুযায়ী, এছাড়াও, আরও ৬টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। সেগুলি হল- আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, বনগাঁ, ব্যারাকপুর।

তবে শুধু আসন সংখ্যার নিরিখে নয়, ভোট শতাংশের হারেও লাভবান হতে পারে বিজেপি বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ১৭.৪ শতাংশ ভোট। সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট।