একমাসের মধ্যেই পেশ করা হবে নারদা মামলার চার্জশিট: সিবিআই
কলকাতা: আগামী একমাসের মধ্যেই নারদা মামলার চার্জশিট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচীর আদালতকে অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ বলেন, এই মামলাটির চার্জশিট তৈরি করার একদম চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে রয়েছে সিবিআই।
সিবিআইয়ের আইনজীবী কৌশিক চন্দ জানান, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলেই আগামী এক মাসের মধ্যে জমা পড়ে যাবে চার্জশিট। এই অনুমতিটির প্রয়োজন, তার কারণ, এই মামলাটির সঙ্গে একাধিক সাংসদ ও বিধায়কের নাম জড়িয়ে রয়েছে।
কৌশিক চন্দ বলেন, নারদা নিজের সম্পাদক ম্যাথু স্যামুয়েলের পেশ করা রেকর্ডিং-টি’র ফরেনসিক রিপোর্ট এবং যে মোবাইল ফোনের সাহায্যে ভিডিওগুলি করা হয়েছিল, সেটি খোলার কোডটি এখনও তাদের হাতে আসেনি।
তবে, যথাসময়ে এই দুই সূত্র যদি হাতে নাও আসে, তবুও অন্যান্য সমস্ত প্রমাণের ওপর ভিত্তি করেই এই সময়ের মধ্যেই চার্জশিট ফাইল করে দেবে সিবিআই।