‘আফ্রিদি-র শয্যাসঙ্গিনী’ আরশি খান যোগ দিলেন কংগ্রেসে
মুম্বাই: কংগ্রেসে যোগদান করলেন আরশি খান। বিগ বস ১১-এর প্রতিযোগী ছিলেন আরশি খান। মহারাষ্ট্রের কংগ্রেস শিবিরে যোগদান করলেন আরশি।
মহারাষ্ট্রে কংগ্রেসের সহ সভাপতি পদে যোগদান করেছেন মডেল-অভিনেত্রী আরশি খান। মুম্বাইতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে কংগ্রেসে যোগদান করলেন আরশি খান।
Arshi Khan, a controversial dancer of Afghan origin who claimed to have been in a sexual-relationship with Pakistani cricketer, Shahid Afridi and painted her body with Pakistani flags, joins Congress.
Arshi has been a very vocal fan of Pakistan and claims to be a devout Muslim.
— Sonam Mahajan (@AsYouNotWish) 29 March 2019
আরশি জানিয়েছেন, দেশের জন্য আমি কাজ করতে চাই। নিজের সেরাটা দিতে চাই কংগ্রেসে যোগদানের মাধ্যমে। পাশাপাশি ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ঘিরেও নানা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। আরশির দাবি, অভিনন্দন দেশের জন্য লড়াই করেছেন। তাঁর ত্যাগ ও বীরত্বকে আমি সম্মান জানাই।
একসময়ে সোশ্যাল মিডিয়ার ওপেন ফোরামে করেছিলেন বিস্ফোরক টুইট। বিগ বস ১১ খ্যাত আরশি খান শাহিদ আফ্রিদিকে নিয়ে ২০১৫ সালে জানিয়েছিলেন তিনি শহিদ আফ্রিদির সঙ্গে শুয়েছেন। শুধু এটুকুতেই থামেননি তিনি, বলেছিলেন তিনি যার সঙ্গে ইচ্ছা শোবেন তারজন্য তাকে জবাবদিহি করতে হবে নাকি ? আরও বলেছিলেন এর জন্য তাঁকে সংবাদমাধ্যমের অনুমতি নিতে হবে নাকি ?